ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন কুষ্টিয়ার দুই সাংবাদিক

0
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন কুষ্টিয়ার দুই সাংবাদিক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে কুষ্টিয়ার দুই সাংবাদিক বেকসুর খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্ত দুই সাংবাদিক হচ্ছেন সনি আজিম এবং  মুন্সী শাহিন আহমেদ জুয়েল। খুলনা বিভাগীয় সাইবার ট্রাইবুনালের প্রসিকিউটর এপিপি এসএম মশিউর রহমান বুধবার (২৫ জুন) এই দুই সাংবাদিকের খালাস লাভের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায় জানা যায়, কুষ্টিয়া পৌর এলাকার জুগিয়ার জনৈক সবুজকে নিয়ে দুটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় ২০২১ সালের ৬ জুন কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ৫টি ধারায় মামলাটি দায়ের করা হয়।

প্রতিবেদনের মাধ্যমে সবুজের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ভুয়া সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ করা হয়। ২০২৪ সালে কুষ্টিয়া মডেল থানার উপ পরিদর্শক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর দীর্ঘদিনের শুনানি শেষে বুধবার খুলনা সাইবার ট্রাইবুনাল আদালতের বিজ্ঞ বিচারক দুই সাংবাদিককে বেকসুর খালাস প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here