ঠাকুরগাঁওয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা

0

ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
 
জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.আবুল বাসার মোঃ সায়েদুজ্জামান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, সাবেক সভাপতি মনসুর আলী, মেডিকেল অফিসার ডাঃ ইফতেখায়রুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফজলে এমাম বুলবুল, সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক আব্দুল লতিফ, রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুল লতিফ লিটু প্রমুখ।

কর্মশালায় জানানো হয় আগামী ১৫ মার্চ জেলায় মোট ২ লাখ ৩৬ হাজার ১শ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৬শ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু ২ লাখ ৯ হাজার ৫শ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here