টেস্ট অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জনে মুখ খুললেন শান্ত

0
টেস্ট অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জনে মুখ খুললেন শান্ত

টেস্ট ও ওয়ানডে ফরম্যাটেই নেতৃত্বে থাকতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু শ্রীলঙ্কা সফরের আগেই হঠাৎ করেই ওয়ানডে দলের অধিনায়কত্ব হারান তিনি। এরপর থেকেই শুরু হয় গুঞ্জন, বোর্ডের এমন সিদ্ধান্তে নাখোশ শান্ত হয়তো টেস্ট অধিনায়কত্বও ছেড়ে দিতে পারেন। গল টেস্টের পর সেই গুঞ্জন আরও জোরাল হয় দেশের গণমাধ্যমে।

তবে এসব আলোচনার মাঝেই কলম্বোতে পৌঁছে আজ (সোমবার) অনুশীলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশেষে প্রতিক্রিয়া জানান শান্ত। অধিনায়কত্ব নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আলোচনা চলতেই থাকবে। আমি আপাতত এসব নিয়ে ভাবছি না। এখন পুরো মনোযোগ কলম্বো টেস্টকে ঘিরেই।’

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।’

গলে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি। ১৬তম অধিনায়ক হিসেবে এমন কীর্তির রেকর্ড। এমন ছন্দের পরও নেতৃত্ব ছাড়ার ভাবনা আসেনি জানিয়ে তিনি বলেন, ‘সবথেকে ভালো মুহূর্ত ছিল আগের টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে তখনই বলে দিতে পারতাম। না এই মুহূর্তে এরকম কোনো কিছু পরিকল্পনা নেই।’

ভালো ইনিংসের পর অনেকে অবসর নেন, আবার অনেকে নেতৃত্ব ছাড়েন। শান্তর ক্ষেত্রে এমন কিছু হবে কি না প্রশ্নে তিনি বলেন, ‘ভালো খেলতে ভালো খেলে ছেড়ে দিতে হবে, মানুষকে দেখাতে হবে এরকমও না। আবার খারাপ খেললে করা যাবে না, এরকমও না। জিনিসটা হয়েছে যেটা দলের জন্য ভালো হবে, দলের ভালো কিছু হবে ওটাই করা হবে। তো এই মুহূর্তে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here