টিম গ্রুপের নতুন ব্যবস্থাপনা পরিচালক আফরোজা শাহীন

0
টিম গ্রুপের নতুন ব্যবস্থাপনা পরিচালক আফরোজা শাহীন

টিম গ্রুপের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন আফরোজা শাহীন। গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যুর পর পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৮ জুন কানাডায় নৌকাডুবির ঘটনায় আবদুল্লাহ হিল রাকিব ও তার বন্ধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র পাইলট ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান গুড্ডু প্রাণ হারান। রাকিবের মৃত্যুতে প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করে তাকে একজন দূরদর্শী ও নিষ্ঠাবান নেতা হিসেবে স্মরণ করেছে।

বিবৃতিতে বলা হয়, টিম গ্রুপের অগ্রযাত্রা ও সাফল্যের পেছনে রাকিবের অবদান অনন্য। তার নেতৃত্ব ভবিষ্যতেও প্রতিষ্ঠানটির প্রেরণা হয়ে থাকবে।

আফরোজা শাহীন দীর্ঘদিন ধরে রাকিবের পাশে থেকে টিম গ্রুপের বিভিন্ন কৌশলগত সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা রেখে এসেছেন। প্রতিষ্ঠানের মূল্যবোধ ও লক্ষ্য সম্পর্কে তার গভীর অনুধাবন, দায়িত্ববোধ ও দৃঢ় মনোভাব তাকে এই নতুন দায়িত্বের জন্য প্রস্তুত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, “আফরোজা শাহীনের নেতৃত্বে টিম গ্রুপ আরও সামনে এগিয়ে যাবে। তার প্রতিশ্রুতি ও নিষ্ঠা প্রতিষ্ঠানের সঙ্গে গভীরভাবে মিশে আছে।”

পরিচালনা পর্ষদ সব স্টেকহোল্ডারকে একসঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানায়।

আফরোজা শাহীন ২০০১ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন এবং ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ ও ১৯৯৩ সালে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাস করেন। ১৯৯৯ সালে আবদুল্লাহ হিল রাকিবকে বিয়ে করেন আফরোজা শাহীন। টিম গ্রুপের শুরুর সময় থেকেই তিনি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। পাশাপাশি, গ্রুপের ফ্যাশন ব্র্যান্ড “টুয়েলভ ক্লোথিংয়ের” ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ওই বৈঠকে তাদের দুই সন্তান মাহির দায়ান ও লামিয়া তাবাসসুমকে পর্ষদ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মাহির বর্তমানে সেনে‌কা পলিটেকনিক কলেজে এবং লামিয়া টরন্টো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here