ঝিনাইদহে ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

0
ঝিনাইদহে ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১ জুলাই) রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে ভারতে অবস্থান করা ওই ১৫ জনকে মঙ্গলবার দুপুর ১টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কুমারীপাড়া ক্যাম্পের টহল দল আটক করে। পরে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য মহেশপুর ৫৮ বিজিবির সঙ্গে যোগাযোগ শুরু করে।

দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগের পর খোসালপুর বিওপি এলাকায় ৬০/৮৭ সীমান্ত পিলার সংলগ্ন শূন্য লাইনে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যাচাই-বাছাই শেষে বিএসএফ আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবি তাদের মহেশপুর থানায় সোপর্দ করে। এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফেরত আসা ১৫ জনের মধ্যে ৪ জন নারী, ৬ জন পুরুষ এবং ৫ জন শিশু রয়েছে। বুধবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here