বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল।
মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিচারপতি আহমেদ সোহেলকে বিজেএসসি সদস্য হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৩ (২) (খ) ও বিধি ৩ (৩) অনুযায়ী তাকে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

