জয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু রিয়ালের

0
জয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু রিয়ালের

ওসাসুনাকে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নবেউয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ১-০ গোলে জিতেছে রিয়াল।

ম্যাচের শুরু থেকেই চালকের আসনে ছিল রিয়াল। বল দখল, সুযোগ তৈরি, গোলের জন‍্য শট ও লক্ষ‍্যে রাখা- সব সূচকেই অনেক এগিয়ে ছিল আলোন্সোর দল। ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১৮টি শট নেয় রেয়াল, এর পাঁচটি ছিল লক্ষ‍্যে। ওসাসুনার দুইটি চেষ্টার একটিও লক্ষ‍্যে ছিল না।

ঘরের মাঠে অনুমিতভাবে আক্রমণাত্মক শুরু করে রিয়াল। তাদের চ‍্যালেঞ্জ না জানিয়ে পুরোপুরি রক্ষণাত্মক ফুটবল খেলে ওসাসুনা। ডি বক্সের ঠিক বাইরে ছিল ৬ জনের ডিফেন্স লাইন, এর সামনে ছিল ৪ জন। আক্রমণের তেমন কোনেও আগ্রহই ছিল না সফরকারীদের। রক্ষণ নিয়ে ভাবনা না থাকায় সহজেই ওসাসুনাকে চেপে ধরে রিয়াল।

১৮তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডিফেন্ডার ডিন হাউসেনের গতিময় শট ঝাঁপিয়ে পড়ে কোনোমতে ফেরান এরেররা। সাত মিনিট পর ভিনিসিউস জুনিয়রের কাটব‍্যাক থেকে এমবাপের দুর্বল শট অনায়াসে গ্লাভসে নেন তিনি। ২৬তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাওয়ের জোরাল শট ঝাঁপিয়ে ফেরান এররেরা। ৪১তম মিনিটে খেলা ধারার বিপরীতে সুযোগ পেয়ে যান আন্তে বুদেমির। তবে ডি বক্স থেকে শট লক্ষ‍্যে রাখতে পারেননি ওসাসুনার ক্রোয়াট ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে ৫১তম মিনিটে সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন এমবাপে। ফরাসি ফরোয়ার্ডকেই হুয়ান ক্রুস ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এবার নিজের প্রথম ম‍্যাচেই পেলেন জালের দেখা। দুই আসর মিলিয়ে লা লিগায় টানা ১৭ ম‍্যাচে গোল করল রিয়াল। ৬৩তম মিনিটে একটুর জন‍্য গতিময় শট লক্ষ‍্যে রাখতে পারেননি আর্দা গিলের। এর পাঁচ মিনিট পর জোড়া পরিবর্তন আনেন আলোন্সো। মাঠে নামেন দানি কার্ভাহাল, অভিষেক হয় ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর।

৮৪তম মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগ একটুর জন‍্য কাজে লাগাতে পারেননি বুদেমির। তার হেড গন্সালো গার্সিয়ার মাথা ছুঁয়ে ক্রসবারের উপর দিয়ে চলে যায়। অবশ‍্য কর্নার দেননি রেফারি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন ওসাসুনার আবেল ব্রেতোনেস। বাকি সময় বল দখলে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here