জয়পুরহাটে বিশ্ব আলোকচিত্র দিবসে ফটোওয়াক ও ফটো আড্ডা

0
জয়পুরহাটে বিশ্ব আলোকচিত্র দিবসে ফটোওয়াক ও ফটো আড্ডা

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে জয়পুরহাটে দিনব্যাপী ফটোওয়াক ও ফটো আড্ডার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৯ আগস্ট) সদর উপজেলার খঞ্জনপুর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন জাহানারা মঞ্জিলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে, জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সহ-আয়োজকত্বে এবং ইলিগেন্ট ইভেন্টের সহযোগিতায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ও খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ে ফটোগ্রাফি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জাহানারা মঞ্জিলে ফটোওয়াক শেষে ফটো আড্ডায় মিলিত হন আলোকচিত্রীরা। এসময় প্রবীণ আলোকচিত্রী প্রণব কুমার সরকার ও সমীরণ কিশোর চৌধুরীকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেসবাউল ইসলাম, সাধারণ সম্পাদক দেবাশীষ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক বাঁধন মন্ডল, বিপ্লব চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল জান্নাহ রিফাত, জনসংযোগ সম্পাদক মাহাদী বরকতুল্লাহ নিশান, নির্বাহী সদস্য সৌরভ আহমেদ, তালহা জোবায়ের, তানজিল রকিসহ সংগঠনটির সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here