চোটে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রেভিস

0
চোটে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রেভিস

চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন সাউথ আফ্রিকার ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিস। লাহোরে শনিবার অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি কাঁধের পেশিতে হালকা টান পান। তারপর তার বাদ পড়ার খবর নিশ্চিত করা হয়।

চোটের কারণে এখনই তার বদলি কোনো ক্রিকেটার ঘোষণা করেনি সাউথ আফ্রিকা দল। ২২ বছর বয়সী এই ব্যাটার রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে থাকলেও পাকিস্তান সফরের বাকি সময় দলের সঙ্গেই থাকবেন।

চলতি নভেম্বরের শেষে ভারতের বিপক্ষে সিরিজের আগে তাকে পুরোপুরি ফিট করার লক্ষ্য নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ভারত সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা।

পাকিস্তান সফরে চোটের আগে পর্যন্ত সব ম্যাচেই খেলেছিলেন ব্রেভিস। টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে ছয় ইনিংসে তার সর্বোচ্চ রান ৫৪, যা আসে গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে। ওয়ানডেতে শুরুটাও খুব উজ্জ্বল হয়নি, ছয় ম্যাচে ১১০ রান, সর্বোচ্চ ৪৯।

ব্রেভিসের চোটে সাউথ আফ্রিকার ওয়ানডে দল আরও দুর্বল হয়ে পড়েছে। আগেই বিশ্রামে পাঠানো হয় তিন ফরম্যাটের তারকা ব্যাটার এইডেন মার্করাম ও পেসার কাগিসো রাবাদাকে। এ ছাড়া পেসার কুয়েনা মাফাকা ও আনরিখ নরকিয়ার ইনজুরিও দলকে বিপাকে ফেলেছে।

সাউথ আফ্রিকা-পাকিস্তান সিরিজের টেস্ট পর্ব শেষ হয়েছে ১-১ সমতায়। আর টি-টোয়েন্টি সিরিজ স্বাগতিকরা জিতেছে ২-১ ব্যবধানে। এবার ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে। যেখানে সর্বশেষ পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০০৮ সালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here