‘চলতি মাসের শেষের দিকে খুলে দেয়া হবে তিস্তা সেতু’

0
'চলতি মাসের শেষের দিকে খুলে দেয়া হবে তিস্তা সেতু'

স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, এলজিইডি এত বড় ব্রিজ এর আগে কোথাও নির্মাণ করেনি। আমরা ব্রিজের সকল প্রকার কাজ পরিদর্শন করেছি। ইতিমধ্যে ব্রিজের ৯৬ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ১০ হতে ১৫ দিনের মধ্যে বাকী কাজ শেষ হবে। মাননীয় উপদেষ্টার সাথে কথা বলে চলতি মাসের শেষের দিকে উদ্বোধনের তারিখ নিধারণ করে সাংবাদিকদের জানানো হবে।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-চিলমারী সড়কে তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার তিস্তা পিসি গার্ডার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদেও বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রেজাউল মাকছুদ জাহেদী বলেন, এখানে অসংখ্য কালভার্ট, সেতু ও অনেক রাস্তা রয়েছে। আর্চ ব্রিজের ত্রুটি ইতিমধ্যে সমাধান হয়েছে। বিধি মোতাবেক জমি অধিগ্রহণের টাকা পাবেন মালিকরা।

এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সামছুল ইসলাম, মাননীয় উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) আবুল হাসান, প্রকল্প পরিচালক আব্দুল মালেক, রংপুর অঞ্চলের তত্ত্বাবধায় প্রকৌশলী আনিছুল ওয়াহাব খান, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ, গাইবান্ধার এলজিইডির নিবার্হী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্বাস, সচিবের একান্ত সচিব আব্দুল্লাহ আল নোমান সরকার, উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী প্রমুখ।

এলজিইডির প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ বলেন, শুধুমাত্র ব্রিজের ওপরে লাইটিং এর কাজ এবং আর্চ ব্রিজের কাজ একটু বাকি রয়েছে। অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে।

এর আগে রেজাউল মাকছুদ জাহেদী ব্রিজ পয়েন্টে এসে চায়না কোম্পানি অফিসে প্রকল্প কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্রিজের পাঁচপীরবাজার ও চিলমারী পয়েন্ট পরিদর্শন করেন কাজের অগ্রগতি দেখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here