গোবিন্দগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

0
গোবিন্দগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮ কেজি গাঁজাসহ সাজু মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকাল সোয়া ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাজু মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওভাঙ্গা ইউনিয়নের গোরক মণ্ডপ (নামাটারি) এলাকার জামাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বগুড়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে সিট কাভারের নিচে ও ট্যাংকির ভেতরে বিশেষ কায়দায় রাখা ৮ কেজি গাঁজা জব্দসহ মোটরসাইকেল আরোহী সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি বলেন, গ্রেপ্তার কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here