গোবিন্দগঞ্জে ৫ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

0
গোবিন্দগঞ্জে ৫ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় ৫ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ এলাকার ভাংরি ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম ওই এলাকার হামিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মূর্তিটি থানায় নিয়ে আসা হয়। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মূর্তিটি দেখতে কষ্টিপাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃতপক্ষে এর গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here