গোপালগঞ্জে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

0
গোপালগঞ্জে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

গোপালগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গেয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ প্রমুখ বক্তব্য রাখেন।

পরে শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here