গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

0
গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’, এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, পুরস্কার ও বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয় যৌথভাবে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি সংক্ষিপ্ত র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে র‌্যালিটি শেষ হয়। ওই স্কুল চত্বরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান একটি বৃক্ষের চারা রোপণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ রাশেদুজ্জামান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও বৃক্ষের চারা তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here