গুরুতর অসুস্থ লঞ্চযাত্রীকে দ্রুত চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

0
গুরুতর অসুস্থ লঞ্চযাত্রীকে দ্রুত চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

ভোলা থেকে ঢাকার উদ্দেশে যাত্রাকালে লঞ্চে স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক যাত্রীকে জরুরি চিকিৎসাসেবা দিয়ে জীবন রক্ষা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় কাশিপুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ শনিবার (৫ জুলাই) সকালে গণমাধ্যমকে জানান, আনোয়ার মোল্লা (৪৫) নামের ওই ব্যক্তি ‘দোয়েল পাখি-১’ লঞ্চে ভোলা থেকে ঢাকায় আসছিলেন। কাশিপুর এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ স্ট্রোক করেন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

লঞ্চের এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি নম্বর ১৬১১১-তে ফোন করে বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়। টিমটি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আনোয়ার মোল্লাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং দ্রুত কোস্ট গার্ডের বোটে করে তাকে সদরঘাটে নিয়ে আসে।

সদরঘাটে পৌঁছানোর পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে তারা তাকে অ্যাম্বুলেন্সে করে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল-এ ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কোস্ট গার্ড সদর দপ্তরের তত্ত্বাবধানে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতে কাজ করার পাশাপাশি তারা সবসময় মানবিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। যেকোনো জরুরি মুহূর্তে সহায়তার জন্য ১৬১১১ নম্বরে কল করার আহ্বান জানিয়েছে বাহিনীটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here