গাজীপুরে পিস্তল ও জাল টাকা উদ্ধার

0
গাজীপুরে পিস্তল ও জাল টাকা উদ্ধার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন-কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার হাতড়াপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে মোঃ মাজহারুল ইসলাম ওরফে সবুজ (২৯) এবং বরিশাল জেলার বাবুগঞ্জ থানার মহাখালী এলাকার মৃত আজাহার আলীর ছেলে রাকিবুল (৪৩)।

প্রেস ব্রিফিংএ তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে টঙ্গী পূর্ব থানাধীন মাজার বস্তির সামনে চেকপোস্ট বসিয়ে এক মোটরসাইকেল আরোহীর পকেট তল্লাশি করে ব্রাজিলের তৈরি একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ বাসন থানাধীন চৌরাস্তা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বিভিন্ন মূল্যমানের ২ লাখ ৯৮ হাজার ২ শত জাল বাংলাদেশী টাকা উদ্ধার করে। তিনি আরও জানান, জাল টাকাসহ গ্রেফতার মাজহারুল ইসলামের বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরে প্রায় পাঁচটি মামলা রয়েছে। এছাড়া জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ মূল হোতাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here