গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চাই: ট্রাম্প

0
গাজার মানুষ নিরাপদে থাকুক, এটাই চাই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চান গাজা উপত্যকার মানুষরা নিরাপদ থাকুক।

বৃহস্পতিবার এক সাংবাদিক জানতে চান, তিনি কি এখনো চান যে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিক? উত্তরে ট্রাম্প বলেন, “আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক—এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “গাজার জনগণ ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমি চাই তারা নিরাপদ থাকুক।”

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গাজা নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দেন ট্রাম্প। বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে সেই পরিকল্পনা প্রত্যাখ্যান করা হলেও গত তিন মাসে তিনি একাধিকবার এ বিষয়টি উত্থাপন করেছেন।

সপ্তাহের শুরুতে ট্রাম্প আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহের মধ্যেই গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।

তিনি আরও জানান, আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেখানে গাজা ও ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৫৭ হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র:  আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here