গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু

0
গাজায় অনাহারে আরও ১০ ফিলিস্তিনির মৃত্যু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অবরোধের কারণে অপুষ্টিতে আরও ১০ জন ফিলিস্তিনি মারা গেছেন। তাদের মধ্যে তিনিটিই শিশু রয়েছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, শনিবার (৩০ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টির কারণে নতুন ১০ জনের মৃত্যুর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে মৃতের সংখ্যা ৩৩২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১২৪ জন শিশু।

বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) অনুসারে, গাজা উপত্যকার গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ নিশ্চিত করা হয়েছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ এবং খান ইউনিস গভর্নরেটে তা বিস্তৃত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আইপিসি গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে ৫৪ জন অনাহারে মারা গেছেন, যার মধ্যে নয়জন শিশু। সূত্র: আনাদোলু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here