গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ গ্রেপ্তার

0
গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিক আমাল পলাশকে গ্রেপ্তার করেছে মেহেরপুর ডিবি পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে গাংনী শহরের উত্তরপাড়ায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শফিক আমাল পলাশ উত্তরপাড়া এলাকার কাওছার আলীর ছেলে এবং গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।

মেহেরপুর ডিবি পুলিশের ওসি গোপাল কর্মকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৪ সালের ৩০ জুলাই সন্ধ্যায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতৃবৃন্দ গাংনী উপজেলা পরিষদ চত্বরে শহীদ ছাত্রদের আত্মার মাগফিরাত কামনায় মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে অংশ নেন। ওই সময় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ ওই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালান। এতে কয়েকজন আহত হন।

এই ঘটনায় গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের রেজানুল হক ইমন বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর- ১১)। মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে পলাশকে গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here