গলে রেকর্ড গড়া জোড়া সেঞ্চুরিতে ২১ ধাপ উন্নতি শান্তর

0
গলে রেকর্ড গড়া জোড়া সেঞ্চুরিতে ২১ ধাপ উন্নতি শান্তর

গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম তুলেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার তার সেই কীর্তির পুরস্কার মিলেছে আইসিসি র‍্যাঙ্কিংয়ে। টেস্ট ব্যাটারদের তালিকায় এক লাফে ২১ ধাপ এগিয়ে এসেছেন শান্ত।

বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে শান্ত এখন আছেন ২৯তম স্থানে। 

গল টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ এবং দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করেন তিনি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একাধিকবার এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েন শান্ত। একই সঙ্গে অধিনায়ক হিসেবে এক টেস্টে জোড়া শতক করা ষোড়শ খেলোয়াড়ও তিনি।

শান্তর পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমেরও। গল টেস্টের প্রথম ইনিংসে ১৬৩ এবং দ্বিতীয় ইনিংসে ৪৯ রানের ইনিংস খেলে তিনি এগিয়েছেন ১১ ধাপ। এখন তিনি ২৮তম স্থানে রয়েছেন।

এই ম্যাচে নজর কাড়েন ওপেনার সাদমান ইসলামও। দ্বিতীয় ইনিংসে ৭৬ রানের ইনিংস খেলে তিনি তিন ধাপ এগিয়ে এখন ৫৫তম স্থানে আছেন।

বোলারদের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে নাঈম হাসানের। প্রথম ইনিংসে ৫ এবং দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নেওয়া এই অফ স্পিনার এগিয়েছেন ৬ ধাপ, তার অবস্থান ৪৮ নম্বরে। ৩ উইকেট পাওয়া পেসার হাসান মাহমুদ ৫ ধাপ এগিয়ে এখন ৫৪তম স্থানে।

বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে ১৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলা শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কাও র‍্যাঙ্কিংয়ে দিয়েছেন বড় লাফ দিয়েছেন। ২১ ধাপ এগিয়ে এখন তিনি ৩১তম স্থানে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here