খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স

0
খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলার কাজ শুরু হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ১৫ মিনিটে খোলা শুরু হয় এসব দানবাক্স। দানবাক্স থেকে টাকা বস্তায় ভরে মসজিদের মেঝেতে গণনা করা হবে।

এর আগে, গত ১২ এপ্রিল ২০২৫ তারিখে দানবাক্স খোলা হয়েছিল। তখন ২৮ বস্তা টাকা সংগ্রহ হয়, যার গণনা শেষে রেকর্ড গড়ে পাওয়া গিয়েছিল ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। সঙ্গে ছিল বিপুল পরিমাণ স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা এবং অন্যান্য মূল্যবান সম্পদ। এবার দানবাক্সগুলো খোলা হচ্ছে প্রায় ৪ মাস ১৮ দিন পর।

এবার অনেকেই আশা করছেন যে, দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে ১০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করতে পারে।
 
সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত আছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, রূপালী ব্যাংকের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 
গণনার কাজে নিয়োজিত থাকবেন প্রায় ৪০০ জন। যার মধ্যে থাকবেন মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং ব্যাংক কর্মকর্তারা।
 
পাগলা মসজিদের দানবাক্স থেকে প্রাপ্ত অর্থ মসজিদের উন্নয়ন, গরিব-অসহায়দের সাহায্য, মাদরাসা ও এতিমখানা পরিচালনা এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here