খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য বিষয়ক সভা

0
খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য বিষয়ক সভা

খাগড়াছড়ি জেলায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে ভোক্তা অধিকার আইন-২০০৯ ও নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা সোমবার খাগড়াছড়ি নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়। 

ক্যাবের পক্ষে এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন একেএম আবু তাহের। সভার প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ছাড়াও আরো বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন, জেলা তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন, প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও নতুন কুড়ি ক্যান্টনমেন্ট স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আক্তার জাহান প্রমুখ। নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকগণও এতে অংশ গ্রহণ। এ মতবিনিময় সভায় বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে  নিরাপদ খাদ্য কি, কীভাবে খাদ্য নিরাপদ ভাবে  সংরক্ষণ ও পরিবেশন করা হয়, বাজারে বিভিন্ন দোকানে বা খাবার হোটেলে বিক্রি  করা সকল পণ্য নিরাপদ কিনা, নাকি মেয়াদ উত্তীর্ণ, মূল্য তালিকা আছে কিনা কীভাবে জানা যাবে ও ভেজাল পণ্য বিক্রেতা কি কি সাজা পেতে পারেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।  

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ছাত্রছাত্রীরা ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here