কৃষিতে উদ্যোক্তা ও পুষ্টি সচেতনতা নিয়ে দিনব্যাপী আয়োজন

0
কৃষিতে উদ্যোক্তা ও পুষ্টি সচেতনতা নিয়ে দিনব্যাপী আয়োজন

ফেনীর সোনাগাজীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে পুষ্টিকর খাদ্য উৎপাদন, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীল কৃষিপ্রযুক্তি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্লাহ। সভাপতিত্ব করেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মো. হিজবুল্লাহ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা অজয় চন্দ্র দাসসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

অংশগ্রহণকারীরা কৃষির আধুনিকায়ন ও মাঠ পর্যায়ে কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর মতামত দেন।

অনুষ্ঠানে উপজেলার ১২টি পার্টনার ফিল্ড স্কুলের সদস্য, কৃষি উপসহকারী, কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন।

এই কংগ্রেস ‘পার্টনার প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here