কুষ্টিয়ায় চালের মোকামে অভিযান, তিন চালকল মিলকে জরিমানা

0
কুষ্টিয়ায় চালের মোকামে অভিযান, তিন চালকল মিলকে জরিমানা

গেল তিন সপ্তাহ ধরে চালের বাজার অস্থির হয়ে উঠেছে। সবধরনের চালের দাম কেজি প্রতি বেড়েছে ৩ থেকে ৪ টাকা। এমন অবস্থায় দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এসময় অতিরিক্ত চাল মজুদ, ওজনে কম দেওয়া ও পাটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তা এবং অবৈধভাবে চালের নামসর্বস্ব মোড়কজাত বস্তা ব্যবহারের অভিযোগে তিন মিলকে জরিমানা করা হয়। 
এসময় অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

খাজানগর দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম মিনিকেট ও সরু চালের প্রধান মোকাম হিসেবে পরিচিত। এখান থেকেই প্রতিদিন বিপুল পরিমাণ চাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here