কুমারখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

0
কুমারখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ কাগজপত্রাদি ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করার অপরাধে দুই হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. ফারুক হোসেন ও পুলিশ।

অভিযান সূত্রে জানা গেছে, বৈধ কাগজপত্রাদি ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করছিল বাঁশগ্রাম বাজারের নিউ সোনার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এর জন্য হোটেলটির মালিক নুর ইসলামকে ১০ হাজার টাকা এবং শচীন মিষ্টান্ন ও দধি ভাণ্ডারের মালিক শচীন বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী এই তথ্য নিশ্চিত করে বলেন, বৈধ কাগজপত্রাদি না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও মিষ্টি তৈরি এবং পরিবেশন করার অপরাধে দুই প্রতিষ্ঠান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here