কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে কর্মশালা

0
কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে কর্মশালা

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক বি,এম কুদরত-এ- খুদা, সমাজ সেবা কার্যালয় এর উপ-পরিচালক হুমায়ুন কবির,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,বি,এম মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, গ্রামগুলোকে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখতে হবে। গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাত হয়। সেই ছোট ছোট অভিযোগগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বারা গ্রাম আদালতের মাধ্যমে মিমাংসা করে। সেজন্য গ্রাম আদালত সক্রিয় ও শক্তিশালী করতে হলে যোগ্য লোক দেখে স্থানীয় সরকার নির্বাচনে সুশিক্ষিত ও সুনাগরিক নির্বাচন করতে হবে। তাহলে গ্রাম আদালতের সুফল পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here