‘কিছু নাবালক অবুঝ শিশুরা বলে বেড়াচ্ছে নির্বাচন হবে না’

0
‘কিছু নাবালক অবুঝ শিশুরা বলে বেড়াচ্ছে নির্বাচন হবে না’

কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বর্তমান সময়ে দেখা যায় কিছু নাবালক দল, কিছু অবুঝ শিশুরা বলে বেড়াচ্ছে নির্বাচন হবে না, বাচ্চা পোলাপান মুখ দিয়ে অনেক কিছুই বলে। আমাদের আন্দোলন সংগ্রামের যতদিন বয়স তোমাদের বয়সও কিন্তু ততদিন হয় নাই। 

মঙ্গলবার বিকেলে মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি শেষে সদর থানার সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি বলেন, ১৭ বছর বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তি যে সকল ভাইয়েরা গুম হয়েছেন, খুন হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন সেই সকল পরিবার কিন্তু আগামী দিনে নির্বাচন চায়। গণতান্ত্রিক সরকার দেখতে চায়।

তিনি আরো বলেন, এই মানুষগুলো রাজপথে জীবন দিয়েছে আপনাদের সেবা করার জন্য না, আপনাদেরকে পাঁচ বছর উপদেষ্টা দেখার জন্য না, আপনাদের নতুন পার্টিকে মাথায় তুলে নাচার জন্য জীবন দেয় নাই। এদেশের মানুষের রক্ত দিয়ে যে নতুন স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতার স্বাদ ভোগ করতে হলে একটি সঠিক সুন্দর নির্বাচন দিতে হবে বাংলাদেশের মাটিতে। 

এ সময় মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া,জেলা বিএনপির আহ্বায়ক সদস্য গাউছ-উর রহমান,জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদ, আরিফ সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকিরসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here