কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক এডিসি রাশেদসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ

0
কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক এডিসি রাশেদসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ

রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি করার ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক সহকারী উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। দ্রুতই আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

ঘটনাটি ঘটে গত বছরের ১৯ জুলাই বিকেলে। ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরা এলাকায় এক নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশে ঝুলে ছিলেন আমির হোসেন (১৮)। ভয়ে ছাদে ওঠা আমিরকে লক্ষ্য করে এক পুলিশ সদস্য ছয়টি গুলি ছোঁড়েন বলে অভিযোগ।

আমির হোসেন সেদিন হোটেলে কাজ শেষে ঢাকায় থাকা ফুফুর বাসায় ফিরছিলেন। পথে বনশ্রী-মেরাদিয়া সড়কে আন্দোলনের পরিস্থিতি দেখে ভয়ে তিনি একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে উঠে যান। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদের কার্নিশের রড ধরে ঝুলে পড়েন তিনি। কিন্তু পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি নিচে পড়ে যান।

স্থানীয়রা চিৎকার শুনে তাকে উদ্ধার করে বনশ্রীর একটি হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে পরে বাসায় ফিরে যান তিনি।

এ ঘটনায় চলতি বছরের ২৬ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার নেতৃত্বে ডিএমপির একটি দল অভিযুক্ত সাবেক এএসআই চঞ্চল সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করে।

আসামিদের বিরুদ্ধে মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here