কাতারে অবস্থানরত মার্কিনিদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ

0
কাতারে অবস্থানরত মার্কিনিদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অবস্থানরত মার্কিনিদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এক ইমেইল বার্তায় দূতাবাস জানিয়েছে- ‘সতর্কতার অংশ হিসেবে’ এই পরামর্শ দেওয়া হয়েছে। 

তবে এর পেছনে নির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করা হয়নি।

উপসাগরীয় এই দেশটিতে অবস্থিত বিশাল আল উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়। সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here