কলাপাড়ায় শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ

0
কলাপাড়ায় শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ

পটুয়াখালীর কলাপাড়ায় শিশুদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘লাইফ স্কিলস বেইসড এডুকেশন’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার চম্পাপুর, লালুয়া ও ডালবুগঞ্জ ইউনিয়নের স্কুলপড়ুয়া ৩০ ছাত্রী অংশ নেয়।

রবিবার সকাল ১০টায় প্রেসক্লাবের মিলনায়তনে আভাস’র কমিউনিটি অ্যাকসেসিং টু সিস্টেমস ফর রিজিলিয়েন্স (সিএএসআর) প্রকল্প এটির আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আভাস প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম।

সিএএসআর প্রকল্পের প্রজেক্ট অফিসার রুবি আক্তারের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কর্ডএইড কর্মকর্তা মনিরুজ্জামান।

আয়োজকরা বলেন, শিশুদের জীবনে দক্ষতাভিত্তিক শিক্ষা নিয়ে কৈশোর থেকে তাদের স্কিলের উন্নতি প্রয়োজন। পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম ও ডিজিটাল প্ল্যাটফর্মে অংশগ্রহণের মাধ্যমে শিশুদের শেখার সুযোগ তৈরি করা ও মানসিক বিকাশে সহযোগিতার জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here