করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি

0
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন যুক্তরাজ্য চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা কেনেথ কলি। গত ৩০ জুন, অ্যাশফোর্ডে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এজেন্ট জুলিয়ান ওউয়েন। তিনি জানান, “একটি সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয় কলিকে। সেখানেই তিনি কোভিডে আক্রান্ত হন এবং পরে নিউমোনিয়ায় রূপ নেয়, যা শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নেয়।”

কেনেথ কলি ১৯৩৭ সালের ৭ ডিসেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টারে জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে টেলিভিশন অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার শোবিজ যাত্রা। তবে তার আন্তর্জাতিক পরিচিতি আসে ১৯৮০ সালের ‘স্টার ওয়ার্স’ সিরিজে অভিনয়ের মাধ্যমে। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রিটার্ন অব দ্য জেডি’ চলচ্চিত্রে অ্যাডমিরাল পিয়েট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী তারকাখ্যাতি পান।

ছয় দশকের বেশি সময়জুড়ে অভিনয়জীবনে তিনি একাধারে ব্রিটিশ চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘দ্য জোকার’, ‘পারফরম্যান্স’, ‘দ্য মিউজিক লাভারস’, ‘ফায়ার ফক্স’, ‘এ সামার স্টোরি’, ‘দ্য রেইনবো’, ‘দ্য লাস্ট আইসল্যান্ড’ ও ‘স্যাডো রান’।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্রিটিংস’ সিনেমা পরিচালনার মাধ্যমেও তিনি প্রশংসিত হন।

কেনেথ কলির মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here