এশিয়া কাপে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ

0
এশিয়া কাপে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ

এশিয়া কাপ হকির গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষদের সঙ্গে পড়েছে বাংলাদেশ। চলতি বছরের ২৯ আগস্ট ভারতের বিহারে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, গত আসরের রানার্সআপ মালয়েশিয়া এবং চাইনিজ তাইপে।

অপরদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক ভারত, জাপান, চীন ও কাজাখস্তান।

এবারের আসর থেকে পাকিস্তান ও ওমান নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় সুযোগ পেয়েছে বাংলাদেশ ও কাজাখস্তান।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ২৯ আগস্ট মালয়েশিয়ার মুখোমুখি হবে। এরপর ৩০ আগস্ট খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে এবং ১ সেপ্টেম্বর মাঠে নামবে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অবস্থান ২৯ নম্বরে। গ্রুপের মধ্যে বাংলাদেশের চেয়ে পিছিয়ে কেবল চাইনিজ তাইপে (৩৮)। মালয়েশিয়ার অবস্থান ১২ ও দক্ষিণ কোরিয়া রয়েছে ১৩ নম্বরে।

এই টুর্নামেন্ট থেকে চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে আগামী বছর নেদারল্যান্ডস ও বেলজিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপে। আর সেরা পাঁচে থাকা দলগুলো বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here