এআই–এর অপব্যবহার, অভিনেত্রীর অশ্লীল ছবি ভাইরাল করল ছাত্রনেতা!

0
এআই–এর অপব্যবহার, অভিনেত্রীর অশ্লীল ছবি ভাইরাল করল ছাত্রনেতা!

পশ্চিমবঙ্গের কসবা ‘ল’ কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে নতুন করে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিনেত্রী ও তৃণমূলের বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদার।

এক সাক্ষাৎকারে রাজন্যা জানান, “এআই দিয়ে আমার নগ্ন (নিউড) ছবি বানিয়ে বিভিন্ন জনের মোবাইলে পাঠানো হয়েছিল। প্রাথমিক ভাবে বিষয়টি আমার স্বামী প্রান্তিকের কয়েকজন জুনিয়র পাঠিয়ে জানায়।”

রাজন্যার অভিযোগ, অভিযুক্ত ছাত্রনেতা এর মাধ্যমে বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন। তিনি বলেন, “কসবাকাণ্ডের মূল অভিযুক্তের মতো তৃণমূল ছাত্র পরিষদে এমন অনেকেই আছে। আমাদের নিজেদের ঘর আগে পরিষ্কার করতে হবে, তারপর অন্যের ঘর নিয়ে ভাবা উচিত।”

এর আগে গত ২৬ জুন কসবার একটি ‘ল’ কলেজের ছাত্রীকে ক্যাম্পাসের ভেতর গণধর্ষণের অভিযোগে ওই ছাত্রনেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্তের বিরুদ্ধে একের পর এক নারী হেনস্তার অভিযোগ প্রকাশ্যে আসছে।

রাজন্যা জানান, অভিযুক্ত একসময় তাঁকেও জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন। “তখনই বুঝেছিলাম, ওর আচরণ স্বাভাবিক নয়,” বলেন তিনি।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখানে রাষ্ট্রদ্রোহ, নারীদের গোপন ছবি বানিয়ে ভাইরাল করার অভিযোগ প্রমাণিত হলে বিপদে পড়তে পারেন তিনি।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দল ইতিমধ্যে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করেছে এবং অভিযোগের দায় সম্পূর্ণ ব্যক্তিগত বলে মত দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here