উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬

0
উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬

যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে উড্ডয়নের মাত্র সাত মিনিট পর একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন।

রবিবার (২৯ জুন) সকালে ইয়ংস্টাউন-ওয়ারেন আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সেসনা ৪৪১ মডেলের বিমানটি। কিছুক্ষণের মধ্যেই সেটি বিধ্বস্ত হয়।

ঘটনাটি নিশ্চিত করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। ওয়েস্টার্ন রিজার্ভ পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক অ্যান্থনি ট্রিভেনা জানিয়েছেন, বিমানে থাকা ছয়জনের কেউ বেঁচে নেই।

ফ্লাইট ট্র্যাকিং তথ্যমতে, বিমানটির গন্তব্য ছিল মন্টানার বোজেম্যান। তবে উড্ডয়নের সাত মিনিট পরই সেটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

নিহতদের মধ্যে রয়েছেন— লিবার্টি স্টিল ইন্ডাস্ট্রিজ ইনকর্পোরেটেডের মালিক জেমস ‘জিম’ ওয়েলার (৬৭), তার স্ত্রী ভেরোনিকা (৬৮), ছেলে জন (৩৬), পুত্রবধূ মারিয়া (৩৪), পাইলট জোসেফ ম্যাক্সিন (৬৩) এবং কো-পাইলট টিমোথি ব্লেক (৫৫)।

মার্কিন প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here