ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮৬

0
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮৬

ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮৬ জন আহত হয়েছেন। প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র দেশটির তেল আবিব এবং মধ্যাঞ্চলীয় নেস জিয়োনা শহরে আঘাত হানে, যার ফলে আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এদিকে, একটি বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টর বিকল হয়ে উত্তরের শহর হাইফাতে আঘাত হানে, এতে ক্ষয়ক্ষতি হয় এবং তিনজন সামান্য আহত হন। এই ঘটনার সময় শহরে কোনো সাইরেন বাজানো হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালে আসা আহতদের মধ্যে দু’জন মাঝারি গুরুতর। ৭৭ জনের হালকা আহত। চারজন তীব্র উদ্বেগে ভুগছেন এবং আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন যাদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তেল আবিবের ইচিলভ মেডিকেল সেন্টার জানিয়েছে, তাদের জরুরি কক্ষে সামান্য আহত অবস্থায় আসা পাঁচজনের মধ্যে দুটি শিশুও ছিল।

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বেশিরভাগ আঘাত তেল আবিব এবং এর নেস জিয়োনা শহরতলির দুটি স্থানে হয়েছে। মধ্য ইসরায়েলের বি’র ইয়াকোভের কাছে রুট ৪৩১ মহাসড়কে শেলের আঘাতে একজন ব্যক্তি মাঝারি আহত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালগুলো জানিয়েছে, ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান প্রায় প্রতিদিনই শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যাতে ২৪ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, রবিবার সকালের হামলায় ইরান থেকে দুটি দফায় অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। 

সূত্র: টাইমস অব ইসরায়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here