ইসরায়েলকে সমর্থন, জনপ্রিয়তা হারাচ্ছেন ইরানের স্বঘোষিত যুবরাজ

0
ইসরায়েলকে সমর্থন, জনপ্রিয়তা হারাচ্ছেন ইরানের স্বঘোষিত যুবরাজ

সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের সামরিক আগ্রাসনকে সমর্থন জানিয়েছিলেন ইরানের শেষ সম্রাটের নির্বাসিত ছেলে রেজা পাহলভি। যিনি নিজেকে ইরানের ‘যুবরাজ’ হিসেবে দাবি করেন। যার কারণে নিজ দেশের জনগণের তোপের মুখে পড়েছেন তিনি।

গত ২৪ জুন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির মাত্র ঘণ্টা কয়েক আগে প্যারিসে একটি সংবাদ সম্মেলন করেছিলেন এই স্বঘোষিত যুবরাজ। সেখানে তিনি বলেন, ‘এটা আমাদের বার্লিন ওয়াল মুহূর্ত।’

তিনি ইরানিদের রাস্তায় নামার ও সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান যেন তারা ইরানের সরকারের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু না করে। তবে এই আহ্বানে জনগণ কোনো সাড়া দেয়নি। বরং ইসরায়েলের হামলার মুখে সাধারণ ইরানিরা জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সরকারবিরোধী অবস্থান থেকে সরে আসেন।

সম্প্রতি ইসরায়েলের হামলায় ৯৩৫ জনের বেশি ইরানি নিহত হন, যাদের মধ্যে অনেক সাধারণ নাগরিক ছিলেন। অথচ রেজা পাহলভি এই হামলার সমালোচনা না করে বরং ইসরায়েলের পক্ষেই অবস্থান নেন।

এ নিয়ে বিশ্লেষক ত্রিতা পার্সি বলেন, যে সময় আমাদের অ্যাপার্টমেন্ট ভবনগুলোর ওপর বোমা পড়ছে, ঠিক তখনই তিনি টিভিতে এসে ইসরায়েলের পক্ষে কথা বলছেন- এতে তার ব্র্যান্ডের অস্তিত্ব ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল আসলে রেজাকে ব্যবহার করছে নিজের আক্রমণের পক্ষে বৈধতা তৈরি করতে।

রেজা পাহলভির দাদা রেজা খান এবং বাবা মোহাম্মদ রেজা পাহলভির শাসনকাল ছিল কঠোর দমন-পীড়নে পরিপূর্ণ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, তাদের গোয়েন্দা সংস্থা ‘সাভাক’ রাজনৈতিক বন্দিদের উপর নির্মম নির্যাতন চালাত।

তাদের বিলাসবহুল জীবনযাপন ও দরিদ্র মানুষের দুঃখ-দুর্দশার প্রতি উদাসীনতা ১৯৭৯ সালের বিপ্লবের অন্যতম কারণ ছিল। ২০২৩ সালে তিনি ইসরায়েল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে ছবি তোলেন, যা তাকে আরও বিতর্কিত করে তোলে।

ওয়াশিংটনে অনুষ্ঠিত একটি বিরোধীদলীয় বৈঠকে তিনি অংশ নিলেও কারও মতামত গ্রহণ না করে নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। ফলে সেখানে গঠিত ‘Alliance for Democracy and Freedom in Iran’ নামের জোটটি ভেঙে যায়।

ইসরায়েল সফরে গিয়ে তিনি কেবল ওয়েস্টার্ন ওয়ালে যান, অথচ মুসলমানদের পবিত্র আল-আকসা মসজিদে যাননি। এতে অনেক ইরানি মনে করেন, তিনি সাধারণ জনগণের আবেগ-অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল নন। সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here