ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী : পেজেশকিয়ান

0
ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী : পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বলেছেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুসারে ইরানের সশস্ত্র বাহিনী ইরানি জাতি, জাতীয় সার্বভৌমত্ব ও আমাদের দেশের ভৌগোলিক অখণ্ডতাকে বৈধভাবে রক্ষা করেছে। এছাড়া, আক্রমণকারীদেরকে চরম শিক্ষা দিয়েছে, এই অঞ্চলে যুদ্ধের বিস্তার ঠেকিয়ে দিয়েছে।

শুক্রবার আজারবাইজানে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা ইকো’র ১৭তম শীর্ষ সম্মেলনে যোগ দিযে তিনি এ কথা বলেন। 

পেজেশকিয়ান বলেন, ইহুদিবাদী ইসরাইল জাতিসংঘের দুই নম্বর অনুচ্ছেদ ও আন্তর্জাতিক নিয়ম-কানুন ও আইন লঙ্ঘনের মাধ্যমে হামলা শুরু করেছিল। এই হামলায় আমেরিকাও সরাসরি অংশ নিয়েছে। ১২ দিনের যুদ্ধে তারা ইরানের সামরিক বাহিনী, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞানী, সাধারণ জনগণ, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা শান্তিপূর্ণ পরমাণু স্থাপনা এবং বিভিন্ন অবকাঠামোতে হামলা করেছে।

ইসরাইলি হামলায় বহু মানুষের হতাহতের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরানের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার অধিকার অনুযায়ী আগ্রাসী শক্তিকে উপযুক্ত জবাব দিয়েছে, তাদের বড় শিক্ষা হয়েছে।

এ সময় তিনি দখলদার ইসরাইল ও আমেরিকার হামলার নিন্দা জানানোর জন্য বিভিন্ন দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোর্স : পার্স টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here