ইরান কোথায় পাল্টা আঘাত হানতে পারে?

0
ইরান কোথায় পাল্টা আঘাত হানতে পারে?

ইরান কোনো না কোনোভাবে পাল্টা জবাব দেবে। সেটা কীভাবে দেবে, বলা কঠিন, —বিবিসিকে এ কথা বলেছেন মার্ক সি. শুয়ার্টজ। যিনি ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক সাবেক মার্কিন নিরাপত্তা সমন্বয়কারী। লেফটেন্যান্ট জেনারেল শুয়ার্টজের মূল উদ্বেগ হচ্ছে, ইরাকে, জর্ডানে এবং সিরিয়ায় অবস্থানরত মার্কিন বাহিনীকে নিয়ে। বাহরাইন বা কুয়েতের তুলনায় সেগুলো বেশি ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, পুরো অঞ্চলে ইরানের অনেক প্রক্সি বাহিনী আছে, যারা তাদের হয়ে কাজ করতে পারে। এর মধ্যে রয়েছে, কাতাইব হেজবুল্লাহ, ইরান-সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া গোষ্ঠী। এরপর ইয়েমেনের হুথিরাও আছে।

২০০৯ সালে যুক্তরাষ্ট্র কাতাইব হেজবুল্লাহ, যারা হেজবোল্লাহ ব্রিগেড নামেও পরিচিত তাদেরকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। লেফটেন্যান্ট জেনারেল শুয়ার্টজ আরও বলেন, ইরানে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের জন্য সামরিক টার্গেট কোনোভাবেই কম নয়।

যদি তাদের বাহিনীর ওপর হামলা হয়, তাহলে তারাও জবাব দিতে পারে। তবে, সবচেয়ে ভালো হবে যদি আমরা সবাইকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারি। সূত্র : বিবিসি বাংলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here