ইরানি নির্মাতা জাফর পানাহির দেশে ফেরার আকুতি

0
ইরানি নির্মাতা জাফর পানাহির দেশে ফেরার আকুতি

ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও কান ফিল্ম ফেস্টিভ্যালে স্বর্ণপামজয়ী জাফর পানাহি বর্তমানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে তিনি নিজ দেশে ফিরতে পারছেন না। এই কষ্টের কথাই জানালেন এক আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে।

ইরানে চলমান যুদ্ধের কারণে আকাশ ও স্থলপথ বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফেরার সব পথ বন্ধ হয়ে গেছে তার জন্য। যুদ্ধ শুরুর ঠিক আগমুহূর্তে সিডনির উদ্দেশে যাত্রা করেছিলেন পানাহি। কিন্তু পরিস্থিতির দ্রুত অবনতি ও পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েন বিদেশে।

চার দিন আগে দেওয়া ইনস্টাগ্রাম বার্তায় এই নির্মাতা লিখেছেন,’প্রতিদিন চেষ্টা করি দেশে ফিরতে। মায়ের কাছে যেতে মন চায়। কিন্তু সব পথ যেন রুদ্ধ। আমি অসহায় বোধ করি যখন দেখি আমার স্বজনরা, আমার দেশের মানুষ প্রতিদিন যুদ্ধের শিকার হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যখন একটি জাতির ভবিষ্যৎ কিছু ক্ষমতালোভী ও উচ্চাকাঙ্ক্ষী মানুষের হাতে বন্দি হয়ে পড়ে, তখন আমাদের হাতে থাকে কেবল ক্ষোভ, বেদনা আর ভবিষৎ প্রজন্মের কাছে সত্য বলার দায়।’

জাফর পানাহি বরাবরই তার চলচ্চিত্র ও বক্তব্যে যুদ্ধ, নিপীড়ন ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তার পরিচালিত আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ট্যাক্সি তেহরান’, ‘নো বিয়ারস’ ও ‘দিস ইজ নট আ ফিল্ম।যেগুলোর প্রতিটিতেই তিনি তুলে ধরেছেন ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার ও রাষ্ট্রীয় দমন-পীড়নের বাস্তবতা।

তার এই প্রতিবাদী মনোভাবের জন্য বারবার হয়েছেন গ্রেফতার, নিষেধাজ্ঞা ও রাষ্ট্রীয় হুমকির শিকার। কিন্তু কখনও থেমে যাননি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here