নিহত চেয়ারম্যান জাফর ইকবাল মানিক।
নরসিংদীর রায়পুরায় মির্জাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিক হত্যার ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার রাতে নিহতের স্ত্রীর মাহফুজা আক্তার বাদী হয়ে রায়পুরা থানায় মামলাটি করেন।
মানিক হত্যার ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মরম আলী।
বিজ্ঞাপন
তিনি মির্জাচর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য।
এর আগে শনিবার (৩ ডিসেম্বর) ইউপি নির্বাচন নিয়ে বিরোধের জেরে উপজেলার শান্তিপুর এলাকায় চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি টানা দুই বার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই ইউনিয়নের যুবলীগ সভাপতি ছিলেন।
বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মীর মাহমুব কালের কণ্ঠকে জানান, চেয়ারম্যান মানিক হত্যার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় এক ইউপি মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।