ইউটিউবে ‘পে-পার-ভিউতে’ সাড়া ফেলেছে আমিরের ‘সিতারে জামিন পার’

0
ইউটিউবে ‘পে-পার-ভিউতে’ সাড়া ফেলেছে আমিরের ‘সিতারে জামিন পার’

বলিউড সুপারস্টার আমির খান, তার সর্বশেষ সিনেমা ‘সিতারে জামিন পার’ ওটিটিতে নয়, বরং ইউটিউবে পে-পার-ভিউ মডেলে মুক্তি দিয়েছেন। মাত্র ছয় সপ্তাহ আগে মুক্তি পাওয়া সিনেমাটি ইউটিউবে প্রতি ভিউ ১০০ রুপিতে দেখা যাচ্ছে। আর এখান থেকেই সিনেমাটি নাকি নরমাল ব্যবসার তুলনায় ২০ গুণ বেশি আয় করেছে।

২০০৯ সালের ‘থ্রি ইডিয়টস’-এর সময়ও পে-পার-ভিউ ভাবনা তার মাথায় এসেছিল। তখন প্রযুক্তিগত সীমাবদ্ধতায় সেটা হয়নি। তবে এখন ইউপিআই, ইন্টারনেট এবং ইউটিউবের সহজলভ্যতা এই মডেলকে কার্যকর করেছে। আমির জানিয়েছেন, তিনি চাইলে সিনেমাটির স্ট্রিমিং রাইটস বিক্রি করে আগেভাগেই ১২৫ কোটি রুপি আয় করতে পারতেন। কিন্তু ইন্ডাস্ট্রির দীর্ঘমেয়াদি স্বার্থে ঝুঁকি নিয়ে ইউটিউব বেছে নিয়েছেন। এ জন্য তিনি তার প্রযোজনা অংশীদারের কাছ থেকে সিনেমাটি কিনেও নেন, যাতে ক্ষতির দায়ভার শুধুই তার হয়।

অভিনেতার ভাষ্যে, ‘ভারতে সব ওটিটি প্ল্যাটফরম মিলিয়েও তিন-চার কোটি মানুষের কাছে পৌঁছায়। অথচ ইউটিউব প্রতিদিন ৫০-৬০ কোটি মানুষের কাছে পৌঁছায়। তাই এই মডেল শুরু করাটা জরুরি ছিল।’

তিনি আরো বলেন, ইউটিউব নীতিমালা অনুযায়ী পে-পার-ভিউর নির্দিষ্ট ভিউ সংখ্যা প্রকাশ করা হয় না। তবে এখন পর্যন্ত যা আয় হয়েছে, সেটা নরমাল ব্যবসার চেয়ে ২০ গুণ বেশি। যদিও সংখ্যার হিসেবে তা এখনো ১২৫ কোটির ওটিটি অফারের সমান নয়।

উল্লেখ্য, আর এস প্রসন্ন পরিচালিত ‘সিতারে জামিন পার’ ছবিটি প্রযোজনা করেছেন আমির খান প্রডাকশনস এবং অপর্ণা পুরোহিত। এই ছবিতে আমির খান একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন। ছবি আরও দেখা গেছে জেনেলিয়া ডি সুজাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here