আশুগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

0
আশুগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭০ কেজি গাঁজা ও ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার মাইজখার গ্রামের ছেলে মো. জালাল (২৬) ও সিলেটের জকিগঞ্জ উপজেলার খোলাছড়া ইউপির লোহার মোল গ্রামের মো. আমির হোসেন (৩৮)। 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, ভোর সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাশি করে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

সকাল সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ রওশন আরা জলিল গালর্স স্কুল এন্ড কলেজে সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে পিকআপ ভ্যানসহ মো. জালালকে গ্রেপ্তার করা হয়। পরে পিকআপ ভ্যান তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বিডি-প্রতিদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here