আশুগঞ্জে ধান-চালের অবৈধ মজুদ ঠেকাতে অভিযান, মিল মালিককে জরিমানা

0
আশুগঞ্জে ধান-চালের অবৈধ মজুদ ঠেকাতে অভিযান, মিল মালিককে জরিমানা

ধান ও চালের অবৈধভাবে অতিরিক্ত মজুদ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন চাতালকল ও অটোরাইস মিলে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনা (ভূমি) কাজী তাহমিনা শারমীন। 

অভিযান চলাকালে উপজেলা শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সোনারামপুরের লাইসেন্স না থাকায় ফাতেমা অটো রাইস মিলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিভিন্ন চাতালকলে ও অটোররাইস মিলে অভিযান চালানোর সময় মজুদ সন্তোষজনক পেয়েছেন বলে জানান নির্বাহী ম্যাজিস্টেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।  

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুর রউফ, খাদ্য পরিদর্শক উম্মে মানসুরা ও আশুগঞ্জ খাদ্য গুদামের ওসি এলএসডি শিমুল দেসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, খাদ্য অধিদপ্তরের বৈধ লাইসেন্সধারী চাল ব্যবসায়ী, রাইস মিলারদের কেউই চলমান মৌসুমে তাদের গুদামে নির্দিষ্ট সর্বোচ্চ সীমার অতিরিক্ত চাল বা ধান মজুদ করতে পারবেন না। যদি কেউ তাদের গুদামে নির্দিষ্ট সর্বোচ্চ সীমার অতিরিক্ত চাল বা ধান মজুদ করেন তাদের বিরুদ্ধে কঠোর আইনআনুগ ব্যবস্থা নেয়া হবে। তাই অবৈধ মজুদ ঠেকাতে আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here