আশুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

0
আশুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী উপজেলার লালপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে লালপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপরিষ্কার- অপরিচ্ছন্নতার কারণে মা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার ও সুধা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান সেম্পল বিক্রয়ের জন্য আলম ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here