আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান, নতুন কর্মসূচি দিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

0
আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান, নতুন কর্মসূচি দিল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টার সঙ্গে আগামীকালের আলোচনা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগামী ২৮ জুন ‘মার্চ টু এনবিআর কর্মসূচি’ পালন করবে তারা। এর সঙ্গে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিও চলবে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার থেকে  কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের সব দফতরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে রাজস্ব সংস্কার ঐক্য পরিষদ।

সরকারের সঙ্গে বিগত সময়ের আলোচনার অভিজ্ঞতা সুখকর নয় জানিয়ে সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা বলেন, অর্থ উপদেষ্টা আগামীকাল (২৬ জুন) বিকাল ৫টায় বিসিএস (কর) ও সিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের তার সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। তবে আমরা এই আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করছি।

কর্মসূচি পালনকারী এনবিআর ঐক্য পরিষদ থেকে কোনো প্রতিনিধি এ আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ না রাখায় এ আলোচনায় তারা অংশগ্রহণ করবে না বলে জানান তারা।

তাদের চলমান দাবিতে আগামী ২৮ জুন (শনিবার) লাগাতার কমপ্লিট শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাবি আদায়ে ২৮ জুন লাগাতার কমপ্লিট শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here