আর্জেন্টাইন ক্লাবকে রুখে দিল অপেশাদার ‘অকল্যান্ড সিটি’

0
আর্জেন্টাইন ক্লাবকে রুখে দিল অপেশাদার 'অকল্যান্ড সিটি'

ক্লাব বিশ্বকাপে অপ্রত্যাশিত এক গল্প লিখে ফেলেছে অপেশাদার ফুটবলারদের নিয়ে গড়া নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটি। পেশাদার ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে ১-১ গোলে রুখে দিয়ে ফুটবল দুনিয়ায় চমক জাগিয়েছে দলটি।

আর এই বিস্ময়ের নায়ক একজন স্কুল শিক্ষক। ক্রিস্টিয়ান গ্রে পেশায় শারীরিক শিক্ষার শিক্ষক। ফুটবলের মাঠে নিজেকে মেলে ধরলেন গোল করে।

এর আগে দুই ম্যাচে ১৬ গোল খাওয়ার পর অকল্যান্ড মাঠে নামে বোকা জুনিয়র্সের বিপক্ষে। তখন অনুমান ছিল এবারও বড় হার দেখবে দলটি। প্রথম ম্যাচে তারা বায়ার্ন মিউনিখের কাছে হারে ১০-০ ব্যবধানে, দ্বিতীয়টিতে বেনফিকার কাছে ৬-০। সেই অকল্যান্ডই এবার রুখে দিল শক্তিশালী বোকাকে।

ন্যাশভিলে হওয়া ম্যাচের ২৬তম মিনিটে নাথান কাইল গ্যারোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে অকল্যান্ড সিটি। তবে দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে ম্যাচে ফেরে তারা। বক্সে পেয়ে গোল করেন গ্রে, যে গোল ইতিহাসে জায়গা করে নিয়েছে অকল্যান্ড সিটির হয়ে।

ম্যাচে আধিপত্য ছিল পুরোপুরি বোকা জুনিয়র্সের। বল দখলে ছিল ৭৪ শতাংশ, শট নেয় ৪১টি। যার মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। কিন্তু একটিও তারা জালে পাঠাতে পারেনি। অপরদিকে, অকল্যান্ড সুযোগ কাজে লাগিয়ে তুলে নেয় এক মূল্যবান ড্র। এই ম্যাচের ফলাফলে বোকা জুনিয়র্স ছিটকে গেছে গ্রুপ পর্ব থেকেই। 

অকল্যান্ডের এই দলের অধিকাংশ খেলোয়াড়ই পেশাদার নন। কেউ বিক্রয় প্রতিনিধি, কেউ ডেলিভারি ড্রাইভার, কেউ রিয়েল এস্টেট এজেন্ট। সবাই ফুটবল খেলেন শুধুই ভালোবাসা থেকে। সেই ভালবাসাই পরিণত হলো ঐতিহাসিক এক অর্জনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here