আমরা কখনোই আমাদের পতাকা সমর্পণ করব না: স্টারমার

0
আমরা কখনোই আমাদের পতাকা সমর্পণ করব না: স্টারমার

লন্ডনে ডানপন্থি বিক্ষোভ ও পাল্টা আন্দোলনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন—“আমরা কখনোই আমাদের পতাকা সমর্পণ করব না।” 

গত শনিবার (১৩ সেপ্টেম্বর) লন্ডনের প্রাণকেন্দ্রে ডানপন্থি কর্মী টমি রবিনসনের আয়োজিত “ইউনাইট দ্য কিংডম” শীর্ষক মিছিলে ১ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ অংশ নেন। পাল্টা কর্মসূচিতে “স্ট্যান্ড আপ টু রেসিজম” সংগঠনের ব্যানারে প্রায় ৫ হাজার মানুষ অংশ নেয়। পাল্টাপাল্টি এই বিক্ষোভের পরই স্টারমার এই মন্তব্য করেন।

তার মতে, যুক্তরাজ্যের পতাকা কোনোভাবেই বিভেদ, ভীতি বা সহিংসতার প্রতীক হতে পারে না। বরং এটি দেশের বৈচিত্র্য ও ঐক্যের প্রতীক। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের বিক্ষোভকে ঘিরে কেন্দ্রীয় লন্ডনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ইউনিয়ন জ্যাক ও ইংল্যান্ডের সেন্ট জর্জ পতাকার পাশাপাশি কিছু স্কটিশ সাল্টায়ার ও ওয়েলসের পতাকাও দেখা যায়। পুলিশের সঙ্গে কয়েক জায়গায় সংঘর্ষ হয়, যাতে ২৬ জন পুলিশ কর্মকর্তা আহত হন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

প্রধানমন্ত্রী স্টারমার রবিবার সাংবাদিকদের বলেন, “মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আছে, তবে কোনোভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা কিংবা বর্ণ বা পরিচয়ের কারণে মানুষকে আতঙ্কিত করা যাবে না।” 

তিনি বলেন, “যুক্তরাজ্য সহনশীলতা, বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দাঁড়িয়ে আছে। আমাদের পতাকা এই বৈচিত্র্যের প্রতীক, একে কখনোই সহিংসতা বা বিভেদের প্রতীক বানাতে দেওয়া হবে না।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here