আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

0
আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক প্রবাসী বাংলাদেশি আড়াই কোটি দিরহামের লটারি জিতেছেন। বাংলাদেশি অর্থে তা সাড়ে ৮৩ কোটি টাকার (প্রতি দিরহাম ৩৩ টাকা ৪০ পয়সা) বেশি।

গালফ নিউজ বলছে, আবুধাবিতে বসবাসরত মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল সর্বশেষ গ্র্যান্ড প্রাইজ ড্রতে গোল্ড পুরস্কার জিতে ওই অর্থ পেয়েছেন।

আবুধাবির বিগ টিকিট র‌্যাফেল ড্রয়ের ইতিহাসের বেলাল অন্যতম বড় এ জ্যাকপট জিতেছেন।

লটারির আয়োজক কর্তৃপক্ষ পুরস্কার জয়ীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ড্রয়ের সময় উপস্থাপক রিচার্ড ও বুশরা বেলালকে ফোন করলেও তিনি ধরেননি।

র‌্যাফেল ড্রর টিকেটটি বেলাল কিনেছিলেন ২৪ জুন। তার কেনা ০৬১০৮০ নম্বর টিকিটে জ্যাকপটের বিশাল অঙ্কের লটারি জিতে নেয়।

আয়োজকরা বলছেন, তারা এখনও বেলালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।

আবুধাবির জনপ্রিয় এ র‌্যাফেল ড্রতে আগের মাসে বিগ টিকিটে আরব আমিরাতের নাগরিক ২ কোটি দিরহাম জিতেছিলেন। সাপ্তাহিক ওই ড্রতে আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী দেড় লাখ দিরহাম জয়ী হয়েছিলেন।

সূত্র : গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here