আজ রাতে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

0
আজ রাতে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল আজ বুধবার (২০ আগস্ট) রাত ৮টায় প্রকাশ করা হবে।

ভর্তি সংক্রান্ত কমিটি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম ধাপে মোট ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশ করা হচ্ছে।

ভর্তি কমিটির সদস্যরা জানান, দেশের সব কলেজ ও মাদরাসায় একাদশে ভর্তির আবেদন কেন্দ্রীয়ভাবে নেওয়া হয়েছে। গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম চলে। তবে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য আলাদা প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীরা আজ রাত ৮টার পর একাদশ শ্রেণি ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) গিয়ে নিজেদের ফলাফল জানতে পারবেন।

ফলাফলে নির্ধারিত কলেজ বা মাদরাসায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুকদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে নিশ্চায়ন করতে হবে।

যেসব শিক্ষার্থী নির্বাচিত কলেজে ভর্তি হতে চান না, তারা নিশ্চায়ন না করে পরবর্তী ধাপে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। নিশ্চায়ন করা শিক্ষার্থীরা চাইলে মাইগ্রেশন সুবিধার মাধ্যমে পছন্দের কলেজে পরিবর্তনের সুযোগও পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here