আইএইএর সঙ্গে সহযোগিতা বন্ধের বিল পাস করল ইরানের পার্লামেন্ট

0
আইএইএর সঙ্গে সহযোগিতা বন্ধের বিল পাস করল ইরানের পার্লামেন্ট

ইরানের সংসদ জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএর সঙ্গে সহযোগিতা আপাতত বন্ধ করার একটি প্রস্তাব পাস করেছে। দেশটির রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূরনিউজ এই খবর দিয়েছে।

নতুন এই পরিকল্পনা অনুযায়ী, এখন থেকে আইএইএর পরিদর্শকরা ইরানে ঢুকতে পারবেন কেবলমাত্র তখনই, যদি দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ তাদের অনুমতি দেয় এবং সংস্থাটি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে।

মেহের সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সংসদের মোট ২২১ জন সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। কেউ বিরোধিতা করেনি এবং মাত্র একজন সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

এই বিল অনুযায়ী, যদি পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে আইএইএর পরিদর্শকদের ইরানে প্রবেশ করতে দেওয়া যাবে না।

তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। সংসদ কেবল তাদের কাছে এই প্রস্তাব দিয়েছে। তারা চাইলে এটি কার্যকর করবে।

এছাড়া ইরান সরকার ড্রোন ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আনার জন্য নতুন একটি আইনও পর্যালোচনা শুরু করেছে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here